ডিএমপি নিউজঃ মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল ও কারেন্ট জাল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে নৌ পুলিশ।
নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল এন্ড মিডিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন ডিএমপি নিউজকে বলেন, সোমবার (৯ মার্চ) নৌ পুলিশের পুলিশ সুপার (ঢাকা অঞ্চল) খোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালো করে ৪,৮০,৬৫,০০০ মিটার কারেন্ট জাল, ৭,০০,৫০০ টি সুতার ববিন ও ৪ টি কারেন্টজাল তৈরির রোলার উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ সংক্রান্তে মুন্সিগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।