ডিএমপি নিউজ: নৌ পুলিশের অভিযানে সাত টন জাটকা উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
আজ ৩ নভেম্বর ২০১৯ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে মহিপুর থানা এলাকার রোজেন ফিস নামক কোল্ড স্টোরেজ থেকে এই সাত টন জাটকা উদ্ধার করা হয়।
নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন ডিএমপি নিউজকে বলেন, রাঙ্গাবালি, গলাচিপা এবং মহিপুরের বিভিন্ন স্থান থেকে জাটকা ইলিশ সংগ্রহ করে রোজেন ফিস কোল্ড স্টোরেজ, স্টোর করে রাখতো।
উদ্ধারকৃত জাটকা মহিপুর, কলাপাড়া ও কুয়াকাটার বিশটি এতিমখানায় এবং স্থানীয় প্রায় ১০০০ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।