জাতীয় মৎস সম্পদ রক্ষায় নৌ পুলিশ নিয়মিতভাবে বছরব্যাপী অভিযান পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগাও, পশ্চিম পাড়া ও মিরেশ্বরাই এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ লক্ষ ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ।
নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার) এর নির্দেশক্রমে নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা নেতৃত্বে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, অফিসার এবং ফোর্সসহ গোপন সংবাদ এর ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগাও , পশ্চিম পাড়া ও মিরেশ্বরাই এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বস্তা অবৈধ কারেন্ট জাল, ১৮ হাজার পিচ ববিন, ১৭ হাজার ৫০০ পিচ রেইল উদ্ধার করা হয়, যার সর্বমোট দৈর্ঘ্য অনুমান পঁয়ত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার মিটার।
অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান মোঃ আতিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার) বলেন, “কারেন্ট জালের উৎপাদন বন্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে নৌ পুলিশ। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”