ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। এর মধ্য দিয়ে তারা এ সংগঠনের ৩১তম সদস্য হলো। আনুষ্ঠানিকভাবে তাদের এই যোগদান অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৪ এপ্রিল) ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে ফিনল্যান্ডের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে নথি হস্তান্তরের মাধ্যমে জোটে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। খবর: আল-জাজিরা অনলাইন।
ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ যোগদান অনুষ্ঠানের আগে একে একটি ঐতিহাসিক দিন এবং ন্যাটোর জন্য এক মহান দিবস হিসেবে ঘোষণা করেন।
ফিনল্যান্ড যোগ দেয়ার ফলে রাশিয়া সীমান্তের সঙ্গে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর অভিন্ন সীমান্তের দৈর্ঘ্য এখন দ্বিগুন হচ্ছে। ফিনল্যান্ডের পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে আছে অভিন্ন ১৩৪০ কিলোমিটার সীমান্ত। রাশিয়ার যুদ্ধের কারণে তারা গত মে মাসে সুইডেনের সঙ্গে পশ্চিমা এই নিরাপত্তা জোট ন্যাটোতে যোগদানের আবেদন করে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। এর পরপরই প্রতিরক্ষার দোহাই দিয়ে ন্যাটোতে যোগ দিতে তোড়জোড় শুরু করে ফিনল্যান্ড ও সুইডেন। রাশিয়ার আগ্রাসনের কারণে ফিনল্যান্ডের শতকরা ৮০ ভাগ মানুষ ন্যাটোতে যোগ দেয়ার পক্ষে মত দিয়েছে। তবে সুইডেনের আবেদন এখনও আটকে আছে। কারণ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বিরোধিতা। তিনি অভিযোগ করেছেন, স্টকহোম কুর্দি মিলিট্যান্টদের সহায়তা করছে এবং তাদেরকে রাজপথে বিক্ষোভ করার অনুমতি দিচ্ছে। এ জন্য সুইডেনকে ন্যাটোর সদস্যপদ দেয়ার বিরোধিতা করেন এরদোগান। এ ছাড়াও সুইডেনের যোগদানের ক্ষেতে হাঙ্গেরিও এখনও অনুমোদন দেয়নি।তথ্যসূত্র:মানবজমিন