বহুল প্রত্যাশিত ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৩ জুলাই। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ অলিম্পিয়াডের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার (৮ জুলাই) ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান সমন্বয়ক মোহাম্মদ আবদুল হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা ও গণিত স্টিমে শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শনের জন্য এ জমকালো অনুষ্ঠানটি সারা দেশের ছয় স্তরের শিক্ষার্থীদের একত্রিত করবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডের আহ্বায়ক ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সাজ্জাদ হোসেন।তথ্যসূত্র:বাংলানিউজ২৪