সামস্যাং ফোন থেকে ভয়ঙ্কর বিপত্তি! জামার পকেটের মধ্যে থাকা অবস্থাতেই ফেটে গেল ফোন। আগুন ধরে যায় ফোনটিতে। আতঙ্কে মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। প্রাণপণ চেষ্টা করতে থাকেন জামাটি খুলে ফেলার জন্য। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে।
ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। জানা গেছে, ফোনটি সামস্যাং গ্র্যান্ড ডুয়োজ মডেলের। ২০১৩ সালের মডেল ছিল ফোনটির। সংস্থার তরফে জানানো হয়েছে, থার্ড পার্টি ব্যাটারির কারণেই ফোনটি ফেটে যায়। ফোনের ব্যাটারিটি সামস্যাংয়ের সঙ্গে যুক্ত কোনও কোম্পানির তৈরি নয় বলে জানানো হয়েছে।
তবে এই ঘটনায় ফের নতুন করে সামস্যাং ফোন নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগেও সামস্যাং ফোনের ব্যাটারি গরম হয়ে যাওয়া নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল।