ডিএমপি নিউজ : রাজধানী ঢাকায় পণ্যের নকল প্রস্তুত করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে চার লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
১ জুন, ২০১৭ বৃহস্পতিবার বিকালে রাজধানীতে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত পণ্যের নকল প্রস্তুত করার কারণে হাজারীবাগ, চম্পা তলী লেন ও ছোটকাটারা এলাকায় অভিযান পরিচালনা করে চার লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমান করে।
এ সময় ২৫০ কেজি নকল ট্যাংকের গুড়া, আরসি লেখা সরবতের ২০০ মিনি প্যাকেট, বিভিন্ন নকল ব্রান্ডের পণ্যের ১৮০০টি লেবেল ও বিভিন্ন ব্রান্ডের ৩০টি নকল টিনের জার ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপস্থিত লোকজনকে সন্তোষ প্রকাশ করেছেন।