নির্ধারিত ফুটওভারব্রিজ ব্যবহার না করে সড়ক দিয়ে রাস্তা পারাপার কারী পথচারীদেরকে সচেতন করার লক্ষ্যে এক ঘন্টা ব্যাপী ট্রাফিক কাউন্সিলিং এর আয়োজন করে ট্রাফিক উত্তর বিভাগের গুলশান ট্রাফিক জোন।
আজ ৩০ সেপ্টেম্বর, ২০১৯ রাত আটটায় গুলশান ট্রাফিক জোনের কাকলী ট্রাফিক পুলিশ বক্সে ট্রাফিক কাউন্সিলিং এর আয়োজন করে ট্রাফিক উত্তর বিভাগ।
উক্ত ট্রাফিক কাউন্সিলিং এ ট্রাফিক উত্তরের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম (বার) ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ কর্তৃক প্রকাশিত ট্রাফিক গাইড বুক সম্পের্কে ধারণা দেন।
এছাড়াও তিনি পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার, জেব্রা ক্রসিং ব্যবহার, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যানযট নিরসনে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এক ঘন্টাব্যাপী উক্ত ট্রাফিক কাউন্সিলিং-এ ট্রাফিক উত্তর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রায় ৫০ জন পথচারী উপস্থিত ছিলেন।