অবশেষে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিও পদত্যাগ করেছেন। মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, নিকি হ্যালি অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
নিকি হ্যালি প্রশাসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন নারী হিসেবে পরিচিত ছিলেন। ট্রাম্পের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে মার্কিন সাংবাদিক ও লেখক মাইকেল উলফ তার ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে দাবি করেছেন।
নিকি হ্যালি আগে সাউথ ক্যারোলাইনার গভর্নর ছিলেন। ট্রাম্প ক্ষমতায় এসেই এই নারীকে প্রশাসনের অন্যতম শীর্ষ পদে বসান।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান ও ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে নিকি হ্যালি ব্যক্তিগত সময় কাটিয়েছেন বলে মাইকেল উলফের বইয়ে উল্লেখ করা হয়েছে। তবে বইটি প্রকাশের পরপরই ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়টি উড়িয়ে দেন হ্যালি।