মিয়ানমারের বাগো অঞ্চলের আরো দুই মন্ত্রী পদত্যাগ করেছেন। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আয়িয়াওয়াদি ও মধ্যঞ্চলীয় মগওয়ে অঞ্চলের মন্ত্রীরা পদত্যাগের পর তারা সরে দাঁড়ালেন।
বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের দপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, পদত্যাগ অনুমোদন করা দুই মন্ত্রী হচ্ছেন প্রাকৃতিক সম্পদ, বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক মন্ত্রী ইউ কিয়াও মিন সান এবং উন্নয়ন ও সামাজিক বিষয়ক মন্ত্রী ইউ মংসং লইন।
এনিয়ে পদত্যাগ করা মন্ত্রীর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ালো। এদের মধ্যে আয়িয়াওয়াদি অঞ্চলের মুখ্যমন্ত্রী রয়েছেন।
ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার দেশটির ১৪টি অঞ্চলিক বা রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়োগ দিয়েছে। দলটি ২০১৫ সালের নভেম্বরে সাধারণ নির্বাচনে জয়লাভ করে এবং ২০১৬ সালের ৩০ মার্চ এ সরকার দায়িত্ব গ্রহণ করে।