অবশেষে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করলেন । দেশটির পার্লামেন্টের স্পিকার জ্যাকোব মুন্ডেডার বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে এক চিঠিতে উল্লেখ করেছেন মুগাবে।
মুগাবে ৩৭ বছর ধরে ক্ষমতা ধরে রেখেছিলেন । দেশটির ভাইস প্রেসিডেন্টকে বরখাস্তের এক সপ্তাহের মাথায় অভ্যুত্থান ঘটিয়ে গত ১৫ আগস্ট মুগাবেকে গৃহবন্দী করে রাখে সেনাবাহিনী।এরপর মুগাবের দল এবং হাজার হাজার নাগরিক তার পদত্যাগ দাবি করে বিক্ষোভ শুরু করেন।