ডিএমপি নিউজ : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে মোহাম্মদপুর-রিং রোড সংলগ্ন এলাকায় যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)-এর নির্দেশনায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আজ শনিবার সকালে ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোস্তাক আহমেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মোস্তাক আহমেদ বলেন, সকলের সহযোগিতায় ফুটপাত-রাস্তা হকারমুক্ত করা ও যানজট নিরসনে ট্রাফিক তেজগাঁও বিভাগ, ক্রাইম বিভাগ ও কমিউনিটি ট্রফিক পুলিশ সমন্বিত ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। ইতোপূর্বেও মতবিনিময় সভার মাধ্যমে কমিউনিটি ট্রফিক পুলিশ গঠন করে মোহাম্মদপুর শিয়া মসজিদ, টোকিও স্কয়ারসহ আশপাশ এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাপক অগ্রগতিতে ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রশাংসা করেন।
আসন্ন পবিত্র মাহে রমজানের পূর্বে এমন সভা আয়োজন করায় রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং সুধীসমাজ ট্রাফিক তেজগাঁও বিভাগের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জাহাঙ্গীর আলমসহ ঊর্ধতন পুলিশ কর্মকর্তাগণ, স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।