পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর ২০১৯ উপলক্ষে আজ ৫ মে ২০১৯খ্রিঃ রবিবার সকাল ১১.০০ টায় মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডে অবস্থিত অঙ্গন কমিউনিটি সেন্টারে পরিবহন মালিক ও মার্কেট মালিকদের সাথে একটি মতবিনিময় সভা করেছে ডিএমপি’র ট্রাফিক পশ্চিম বিভাগ।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ট্রাফিক পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার লিটন কুমার সাহা পিপিএম-বার বলেন, ট্রাফিক পশ্চিম বিভাগ একটি গুরুত্বপুর্ণ বিভাগ। এ বিভাগে বসুন্ধরা মার্কেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিপনীবিতান এবং গাবতলী ও কল্যাণপুর বাসস্ট্যান্ডসমূহ অবস্থিত। এ স্থানসমূহে ঈদকেন্দ্রিক অসংখ্য লোকের জনসমাগম ঘটে থাকে। এছাড়াও এ বিভাগের মিরপুর থেকে কারওয়ানবাজার পর্যন্ত সড়কে বর্তমানে মেট্রোরেলের কাজ চলমান আছে। তাই এ বিভাগে ঈদকেন্দ্রিক ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করা একটি দরূহ কাজে পরিণত হয়েছে। সেজন্য পূর্বের বছরগুলোতে যেভাবে ইফতারি পূর্বেই ঢাকাবাসীকে বাসায় পৌছাঁনো যে সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব হয়েছিল, তা এ বছরে একটি কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে।
তিনি মার্কেটের সামনে অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল করে কেউ যেন কোন প্রকার ব্যবসা করতে না পারে, সে বিষয় মার্কেট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও রমজানের পবিত্রতা রক্ষা করে ট্রাফিক আইন মেনে চালকরা যেন গাড়ি চালায় এবং পবিত্র মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে পরিবহনে কর্তৃপক্ষ যেন অতিরিক্ত ভাড়া আদায় না করেন, এ বিষয়ে পরিবহণ মালিক শ্রমিকদের পরামর্শ প্রদান করেন।
সকলের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের জন্য তিনি ট্রাফিক পুলিশ, পরিবহন নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ও মার্কেট কমিটির প্রতিনিধিসহ কমিউনিটি পুলিশের যৌথ প্রয়াসের উপর গুরত্বারোপ করেন।
উক্ত মতবিনিময় সভায় ট্রাফিক পশ্চিম ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতণ কমকর্তাগণসহ পরিবহন মালিক ও মার্কেট সমিতির প্রায় ২০০ জন সদস্য উপস্থিত ছিলেন।