জাতিসংঘের বিচারে ফের দুনিয়ার সুখীতম দেশের তালিকায় চলে এলো ফিনল্যান্ড। ফিনল্যান্ড এনিয়ে সপ্তমবার সুখীতম দেশের তালিকায় উঠে এলো। বুধবার প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ডস হ্যাপিনেস্ট রিপোর্ট। সেখানে বাংলাদেশের স্থান ১২৯ নম্বরে।
হ্যাপিয়েস্ট ইনডেক্স প্রথম দশে স্থান করে নিয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেনের মতো দেশগুলি। একেবারে উল্টো দিকে দাঁড়িয়ে আফগানিস্তানের মতো দেশ। গৃহযুদ্ধ দীর্ণ এই দেশকে বসবাসের অনুকুল নয় বলেই মনে করা হচ্ছে। ফলে তালিবান শাসিত এই দেশের স্থান ওই তালিকায় রয়েছে ১৪৩ নম্বর।
একদশক আগে প্রথম প্রকাশিত হয় ওয়ার্ল্ডস হ্যাপিনেস্ট রিপোর্ট। তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানির মতো দেশ প্রথম কুড়ির মধ্যে স্থান পায়নি। তাদের স্থান হয়েছে ২৩ ও ২৪ তম। বরং কোস্টারিকা ও কুয়েতের মতো দেশে ১২ ও ১৩ নম্বর জায়গা দখল করেছে। শুধু তাই নয় দুনিয়ার সুখীতম দেশের তালিকায় শীর্ষ ২০ টি স্থানে কখনও ঢুকতে পারেনি কোনও বড় দেশ।
ওই রিপোর্টে বলা হয়েছে, প্রথম দশে থাকা ১০ দেশের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের জনসংখ্যা দেড় কোটির বেশি। প্রথম ২০-তে থাকা দেশগুলির মধ্যে কানাডা ও যুক্তরাজ্যের জনসংখ্যা ৩ কোটির বেশি। ২০০৬ সালে থেকে ২০১০ সালের মধ্যে দ্রুত ওই তালিকার নীচে নেমে গিয়েছে আফগানিস্তান, লেবানন ও জর্ডনের মতো দেশ।
তথ্য সূত্র: ডব্লিউএইচআর ও জি নিউজ।