ভিয়েনার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলাইয়ানভ বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইরানকে নগ্নভাবে ভয়-ভীতি দেখানো ও ব্ল্যাকমেইল করার পদ্ধতি আমেরিকাকে বন্ধ করতে হবে। তিনি আরো বলেছেন, পরমাণু সমঝোতা যদি ভেঙে পড়ে তাহলে তার জন্য আমেরিকাকে সম্পূর্ণভাবে দায়ী থাকতে হবে।
গতকাল (বুধবার) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উলাইয়ানভের এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, পরমাণু সমঝোতার বিষয়ে আমেরিকা দায়িত্বজ্ঞানহীন অবস্থান নিয়েছে। আমেরিকা শুধু এ সমঝোতা থেকে বের হয়ে যায় নি বরং এর অর্থনৈতিক অংশ যাতে বাস্তবায়ন না করা যায় সেজন্য বাধা সৃষ্টি করছে।
রুশ কূটনীতিক বলেন, অন্যরা যাতে ইরানের সঙ্গে বিশেষ করে তেল ও ব্যাংকিং খাতে বৈধভাবে ব্যবসা করতে না পারে সেজন্য আমেরিকা ভয়-ভীতি দেখাচ্ছে। এ অবস্থায় তিনি আমেরিকাকে তার বর্তমান নীতি পর্যালোচনা করারও আহ্বান জানান।
উলাইয়ানভ বলেন, আমেরিকা নিজে পরমাণু সমঝোতা থেকে বে হয়ে গেছে এবং ইরানকেও এ থেকে বের হয়ে যাওয়ার উসকানি দিচ্ছে। খবর পার্স টুডে।