একজন অজ্ঞাতনামা মৃত পুরুষের পরিচয় জানা আবশ্যক। ঢাকা আন্তঃ বিমান বন্দর থানা সূত্রে জানানো হয়, গত ২৪ জুন, ২০১৭ রাত অনুমান ২০.০০ টা হতে ২০.৪৫ টার মধ্যে অত্র থানার পদ্মাওয়েল গেইট হতে অনুমান ১০ গজ দূরে মহাসড়কের উপর উক্ত মৃতদেহটি পায়। যিনি গাড়ি দূর্ঘটনায় নিহত হন।
আশ-পাশ এলাকায় মাইকিং করেও তার পরিচয় উদঘাটন করা সম্ভব হয়নি।
এ ঘটনায় গত ২৫ জুন, ২০১৭ ঢাকা আন্তঃ বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে যার নম্বর ৩০।
যদি কোন সহৃয়বান ব্যক্তি এই পুরুষকে সনাক্তকরতে পারেন বা চিনে থাকেন তাহলে নিকটস্থ থানা বা ডিএমপি মিডিয়া (01713-398757) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল।