ডিএমপি নিউজঃ ভিডিওতে প্রদর্শিত কাঁধে গামছা ও লুঙ্গি পরিহিত ব্যক্তিগণ সন্দেহভাজন চোর চক্রের সদস্য। চক্রটি মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাসার গেটের তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে। সিসি ক্যামেরার মাধ্যমে তাদের ছবি সংগ্রহ করা হয়েছে। তাদের পরিচয় সনাক্ত করতে পুলিশকে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
রামপুরা থানার সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই’১৯ আট থেকে দশ জনের একটি চোর চক্র মালিবাগ চৌধুরীপাড়ার একটি বাসার নিচের গেটের তালা ভেঙ্গে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, আট থেকে দশ জনের একটি দল কাঁধে গামছা ও লুঙ্গি পরিহিত অবস্থায় শ্রমিকের বেশে প্রধান ফটক দিয়ে প্রবেশ করে। তাদের কেউ বাহিরে পাহারা দেয় আর কয়েকজনে তালা ভেঙ্গে প্রবেশ করে। অবশেষে চুরিতে ব্যর্থ হয়ে সবাই ফিরে যায়।
এ সংক্রান্তে গত ৪ আগস্ট’১৯ রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। থানা পুলিশের পাশাপাশি সাধারণ ডায়েরীটি ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
উল্লেখিত ব্যক্তিদের কোন পরিচয় কিংবা তথ্য পাওয়া গেলে ডিবি’র খিলগাঁও জোনাল টিম (০১৭১৩-৩৯৮৫৯৬) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ভিডিওটি দেখতে নিম্ন লিংকে ক্লিক করুন