পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে পরিবহন মালিক সমিতি ও মার্কেট মালিক সমিতির সাথে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মে, ২০১৯ বেলা ১৬.০০টায় ট্রাফিক উত্তর বিভাগের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় ডিসি ট্রাফিক উত্তর প্রবীর কুমার রায় পিপিএম-বার, আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন মার্কেট ও বাস টার্মিনালে যানজট নিরসনে পর্যাপ্ত পরিমানে কমিউনিটি ট্রাফিক পুলিশ মোতায়ন, মার্কেটের সামনে ট্রাফিক নিদের্শনামূলক সাইনবোর্ড স্থাপন, মার্কেটে মাইকিং এর ব্যবস্থাকরণ ও ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করার জন্য পরিবহন মালিক সমিতি ও মার্কেট মালিক সমিতির সদস্যদের প্রতি অনুরোধ জানান।
উক্ত মত বিনিময় সভায় ট্রাফিক উত্তর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ পরিবহন মালিক সমিতি ও মার্কেট মালিক সমিতির প্রায় ৯০ জন সদস্য উপস্থিত ছিলেন।