ডিএমপি নিউজঃ বিশ্বের পরিবেশগত বিভিন্ন সমস্যা সমাধানে নোবেলের আদলে একাধিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম। প্রতিবছর ‘আর্থশট প্রাইজ’ নামে কোটি টাকার এ পুরস্কার পাবেন পাঁচজন করে।
প্রিন্স উইলিয়াম বলেন, আমরা আশা করি ২০৩০ সালের মধ্যে পৃথিবীর কিছু বড় সমস্যা সমাধানে বিশাল পদক্ষেপ নেব এবং বিশ্বের বৃহত্তম পরিবেশগত সমস্যাগুলো সমাধানে জরুরি ভিত্তি তৈরি করতেই এই ‘আর্থশট প্রাইজ’।
প্রতিবছর পরিবেশ রক্ষা, বিশুদ্ধ বায়ু, সমুদ্র পুনরুদ্ধার, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন রোধে কাজ করা পাঁচজন পাবেন আর্থশট প্রাইজ। এর প্রতিটির মূল্য হবে এক মিলিয়ন পাউন্ড (১০ কোটি ৯৪ লাখ টাকা প্রায়)।
আগামী ১ নভেম্বর থেকে পুরস্কারের জন্য মনোনয়ন জমা নেয়া শুরু হবে। ২০২১ সালে পুরস্কার বিতরণী প্রথম অনুষ্ঠানের আয়োজন করা হবে লন্ডনে। পরেরগুলো অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যান্য শহরে।