পর্তুগাল-উরুগুয়ের শেষ ষোল’র লড়াইয়ে এদিনসন কাভানির জোড়া গোলে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো উরুগুয়ে। এরইসাথে শেষ ষোল থেকেই বিদায় ঘটলো ফুটবলের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের।
ম্যাচের ৬২ মিনিটে এদিনসন কাভানির দ্বিতীয় গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে। তার আগে ম্যাচের ৫৫ মিনিটে উরুগুয়ের ডিফেন্সের জটলা থেকে রাফায়েল গোরেইরোর উঁচু পাস থেকে আচমকা হেডে গোল করে দলকে সমতায় রেখেছিলেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে।
এদিনসন কাভানি ম্যাচের ৭ মিনিটের মাথায় সতীর্থ লুইস সুয়ারেসের অসাধারণ ক্রস থেকে বল পেয়ে বুলেট গতির হেডে পর্তুগালের জালে বল পাঠিয়ে প্রথম গোলটি করেছিলেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় উরুগুয়ে।
ম্যাচজয়ী উরুগুয়ে আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় সোচি স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।