ফিলিপে কুতিনহোর বার্সেলোনায় খেলা নিয়ে তৈরি হয়েছে বড় ধরণের জটিলতা। কারণ, নিয়ম অনুযায়ী স্প্যানিশ লিগে নিবন্ধন করাতে পারবেন ইউরোপের বাইরের মাত্র তিনজন খেলোয়াড়।
তাই এই ব্রাজিলীয় মিডফিল্ডারের নিতে হয়েছে দ্বৈত নাগরিকত্ব। তিনি এখন রোনালদোর দেশ পর্তুগালেরও নাগরিক। শুক্রবারই পর্তুগিজ নাগরিকত্ব পেয়েছেন কুতিনহো। এছাড়া তার স্ত্রীও পর্তুগিজ নাগরিক। পর্তুগালের নাগরিকত্ব পেলেও ব্রাজিল ছাড়ছেন না কুতিনহো। জাতীয় দলে ব্রাজিলের হয়েই খেলবেন তিনি।
গত জানুয়ারিতে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন কুতিনহো। তাকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনা খরচ করেছে প্রায় ২০০ মিলিয়ন ডলার। এরই মধ্যে আরো বেশ কয়েকজন অ-ইউরোপীয় খেলোয়াড়কে দলে নেয় বার্সেলোনা।