সন্ত্রাস দমন, মহাকাশ, জলবায়ু সংক্রান্ত গবেষণার মতো বিষয়গুলিতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর কথা ঘোষণা করেছে ভারত ও পর্তুগাল। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণার জন্য ৪০ লক্ষ ইউরোর যৌথ তহবিল গড়ে তোলার কথাও ঘোষণা করা হয়েছে। দু’দেশের মধ্যে মোট ১১টি চুক্তি হয়েছে। তার মধ্যে ন্যানো টেকনলজি, সাংস্কৃতিক বোঝাপড়া বাড়ানো, ক্রীড়া ও যুব বিষয়ক, উচ্চশিক্ষা ও বাণিজ্য রয়েছে।
পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তার সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেছেন, ‘আমরা আজ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। পর্তুগালের অর্থনীতির ঘুরে দাঁড়ানো এবং ভারতের অর্থনীতির উত্থান আমাদের যৌথ উন্নতির সুযোগ এনে দিয়েছে। আমাদের আর্থিক চুক্তি উন্নতির পথে এগিয়ে চলেছে। সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়েও বোঝাপড়া বাড়ানোর বিষয়ে আমরা বদ্ধপরিকর। ’