দীর্ঘদিনের বিরতি ভেঙে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা শাকিল খান। বিশ শতকের শুরুর দিকে বাংলা সিনেমার অন্যতম কান্ডারি ছিলেন এ অভিনেতা। অসংখ্য সিনেমা দিয়ে পর্দা কাঁপানোর পর হঠাৎ আড়ালে চলে যান।
প্রথমবারের মতো ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন জনপ্রিয় এই নায়ক। অনুষ্ঠানে তিনি তার সহ-অভিনেত্রীদের সঙ্গে কাজের অনুভূতিসহ সে সময়কার গল্প শোনাবেন দর্শকদের। স্মৃতিচারণ করবেন শ্যুটিংয়ের বিভিন্ন ঘটনার।
‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানের এই পর্বটি ধারণ করা হয় রাজধানীর বনানীতে। ঈদুল ফিতরের ৪র্থ দিন দুপুর ১টায় একুশে টেলিভিশনে প্রচারিত হবে এ অনুষ্ঠান। এর প্রত্যেকটি পর্বে উপস্থাপনা করে থাকেন নতুন নতুন চলচ্চিত্রের গুণী ব্যক্তিরা। এবারের পর্বের উপস্থাপনায় দেখা যাবে শাকিল খানকে।
অনুষ্ঠানে শাকিল অভিনীত সিনেমার সাতটি গান দেখানো হবে। এই গানগুলোর পেছনের বিভিন্ন গল্প দর্শকদের জানাবেন তিনি।