ডিএমপি নিউজ: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ মোতাবেক মরিচের সংকট দূর করতে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নিজ আঙ্গিনায় মরিচ গাছ লাগানোর প্রতিকী কর্মসূচি পালিত হয়েছে। “গাছ লাগান পরিবেশ বাঁচান” ও “বর্ষাকালে নিজ আঙিনায় মরিচ গাছ লাগাই, দুর্মূল্যের এই বাজারে নিজের গাছের মরিচ খাই” এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার পলওয়েল মার্কেট প্রাঙ্গণে এ প্রতিকী কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম পলওয়েল মার্কেট সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ২ হাজার ২০০ মরিচের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী নেত্রী। তিনি যখন দেখলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, তখন থেকে তিনি সকলকে আহ্বান জানালেন, প্রত্যেক বাড়ির আঙ্গিনা ও আবাদি জমির এক ইঞ্চিও যেন খালি না থাকে। এক সময় বাংলাদেশে খাদ্য ঘাটতি থাকলেও এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কৃষি বিভাগ ধান, শাকসবজি ও ফলমূলের নতুন নতুন জাত উদ্ভাবন করেছে। যার ফলে আমাদের আভ্যন্তরীণ খাদ্য শস্যের চাহিদা পূরণ হচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সদাসর্বদা তৎপর। গত ১৫ বছরে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত স্থিতিশীল বিধায় ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের যে অগ্রযাত্রা তার একটা বড় নিয়ামক হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে উন্নয়ন ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভুঁইয়াসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।