ডিএমপি নিউজ: রাজধানীর পল্টন থানা এলাকা হতে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- রানা আহমেদ (৩২)। এ সময় তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
পল্টন থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম (বার) ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে, ২০২১ (সোমবার) দিবাগত রাত ১১:৪০ টায় পল্টন থানার গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পল্টন মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।