ডিএমপি নিউজঃ পল্টন ও শাহজাহানপুর এলাকা থেকে বিভিন্ন মামলায় পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-লিয়ন হোসেন লিয়ন ও আসিফ ইকবাল।
পল্টন থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে শাহজাহানপুর হতে ৩২ মামলার ওয়ারেন্টের পলাতক আসামী লিয়ন হোসেন লিয়নকে গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।
অপর এক অভিযানে পল্টন থানা পুলিশ বেলা সোয়া একটার দিকে বায়তুল মোকাররম এলাকা হতে ১টি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও ৬টি জিআর মামলার ওয়ারেন্টের পলাতক আসামী আসিফ ইকবালকে গ্রেফতার করে।