ডিএমপি নিউজঃ রাজধানীর পল্টন থানা এলাকার মাল্টিলিংক ম্যানেজমেন্ট কনসালটেন এর অফিসে চুরির ঘটনায় ছবিতে প্রদর্শিত ব্যক্তিকে খুঁজছে পল্টন থানা পুলিশ।
পল্টন থানা সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২২ রাত ৩:৫০ থেকে ভোর ৪:২০ টার মধ্যে অজ্ঞাতনামা চোর পল্টন থানা এলাকার মাল্টিলিংক ম্যানেজমেন্ট কনসালটেন এর অফিসে ঢুকে নগদ টাকা ও ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা রুজু হয়।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবিতে প্রদর্শিত ব্যক্তির সন্ধান জানা প্রয়োজন। যদি কেউ উক্ত ব্যক্তির সন্ধান জেনে থাকেন তাহলে পল্টন থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০১৩২), তদন্তকারী অফিসার এসআই মোহাম্মদ আলী (০১৮৫৯-৪৫৭০১১) ও ডিউটি অফিসার (০১৩২০-০৪০১৩৯) সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।