ডিএমপি নিউজ: রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি দল।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আরিফ মিয়া ও মোঃ সবুজ মিয়া। গ্রেফতারের পর তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা ও গাঁজা বিক্রিতে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে পল্টনের কালভার্ট রোডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।