ডিএমপি নিউজ: রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- রাব্বী ইসলাম ও মৃদুল কান্তি দে।
শুক্রবার (৯ জুন ২০২৩) রাত ৮ টায় পল্টন থানার অরুরা স্পেশালাইজড হাসপাতালের সামনে রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কতিপয় মাদক কারবারি পল্টন থানার অরুরা স্পেশালাইজড হাসপাতালের সামনে রাস্তায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় রাব্বী ও মৃদুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত রাব্বী ও মৃদুল কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।