রাজধানীর পল্লবী এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো- মোঃ নাসির উদ্দিন। এসময় তার হেফাজত থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম(বার) ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৩ নভেম্বর, ২০২১ (বুধবার) সকাল ০৯:৫৫ টায় পল্লবী থানার ১১ নং সেকশনে অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ নাসিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।