ডিএমপি নিউজঃ রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ উজ্জল ও মোসাঃ তাসলিমা বেগম।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ৭:৪৫ টায় পল্লবী থানার সেকশন সাড়ে এগারো এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম (বার) জানান, পল্লবী থানার সেকশন সাড়ে এগারো এলাকার পল্লবী শপিং সেন্টারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পল্লবী থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২৩০০ পিস ইয়াবাসহ উজ্জল ও তাসলিমাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।