ডিএমপি নিউজঃ রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ নজরুল ইসলাম (৫১) ও মোঃ মিলন হোসেন ওরফে লিমন (২০)। এ সময় তাদের হেফাজত হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারমূলে জব্দ করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুন, ২০২১) রাত ৮:৪৫ টায় পল্লবী থানার ১০ নং সেকশনের প্যারিস রোড এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র জানায়, গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবাসার সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। তারা ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করত।
গ্রেফতারকৃতদের পল্লবী থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।