ডিএমপি নিউজঃ রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ফারুক ওরফে কালু, মোঃ ইকবাল চৌধুরী ও মোঃ কাদের।
বৃহস্পতিবার (২৬ মে ২০২২) রাত ৯:৪০ টায় পল্লবী থানার সেকশন-১১ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম (বার) ডিএমপি নিউজকে জানান, থানার এসআই তারিক উর রহমান শুভ বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন কতিপয় মাদক কারবারি পল্লবী থানায় সেকশন-১১ এলাকার এমএন ফ্যাশনের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৬ কেজি গাঁজাসহ ফারুক, ইকবাল ও কাদেরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান