ডিএমপি নিউজঃ রাজধানীর পল্লবী এলাকা হতে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ নুরুল ইসলাম ওরফে নুরু ও সালমা। এসময় তাদের হেফাজত হতে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম (বার) ডিএমপি নিউজকে বলেন, ২৯ জুন, ২০২১ (মঙ্গলবার) দিবাগত রাত ০০:১০ টায় পল্লবী থানার বাইগারটেক হাজী মার্কেট কালীবাড়ীমোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।