ডিএমপি নিউজ: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা দক্ষিণ বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ মোস্তফা (২৩)।
১৭ জানুয়ারি ২০১৯ পল্লবী মডেল থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকা হতে তাকে গ্রেফতার করে।
এ সময় তার হেফাজত হতে ৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোস্তফা আন্তজেলা সংঘবদ্ধ ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য। তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে।