ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ৪ জন পুলিশ সদস্য ও ১ জন সিভিল।
আহতরা হলেন- পল্লবী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ইমরানুল ইসলাম, এসআই সজীব খান, পিএসআই অঙ্কুশ কুমার দাস, পিএসআই/রুমি তাব্রেজ হায়দার ও রিয়াজুল (সিভিল)।
এ ঘটনায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বিপিএম –বার, পিপিএম-বার বুধবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিং করেন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, মিরপুর এলাকায় বিভিন্ন ধরণের ক্রাইম সংগঠিত হয়ে থাকে। অপরাধ নিয়ন্ত্রণের জন্য মিরপুর বিভাগের ডিসির নেতৃত্বে পল্লবী থানা পুলিশের একটি টিম কিছুদিন ধরে কাজ করছিল। পুলিশের কাছে তথ্য আসে মিরপুর কালশী কবর স্থানে একটি সন্ত্রাসী গ্রুপ অপরাধ করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ ২৯ জুলাই রাত ২টায় ঐ স্থানে অভিযান করে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ০২টি পিস্তল, ০৪ রাউন্ড গুলি ও ০১টি ডিভাইস উদ্ধার করা হয় যা দেখতে ওয়েট মেশিনের মতো।
তিনি আরো বলেন, সন্ত্রাসীদের নিকট ওয়েট মেশিন কেন থাকবে এমন বিষয়টি বিবেচনা করে গ্রেফতারের কিছুক্ষণ পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা থানায় আসে। তারা উদ্ধারকৃত ওয়েট মেশিন সাদৃশ্য ডিভাইসটি পর্যবেক্ষণ করে অন্যান্য ডিভাইস নিয়ে এই ইউনিটের আরো অভিজ্ঞতা সম্পন্ন সদস্যদের থানায় আসতে অনুরোধ করে। বোম্ব ডিসপোজাল টিমের অন্যান্য সদস্যরা আসার পূর্বে ভিতরে একটি বিস্ফোরণ ঘটে। এতে থানার ০৪জন পুলিশ ও থানায় কাজ করতো এমন ০১জন সিভিল ব্যক্তিসহ মোট ০৫জন আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
পরবর্তী সময়ে বোম্ব ডিসপোজাল ইউনিটের এক্সপার্ট টিম এসে এলাকাটি সিকিউর করেন। তারা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আরো অবিস্ফোরিত এক্সপ্লোসিভ থাকতে পারে বলে ধারনা করে। এরপর এক্সপার্ট টিম ২টি অবিস্ফোরিত বস্তু নিস্ক্রিয় করে থানা ভবনটি নিরাপদ করেছে।
এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।