জেদটা জিতে গেলেই ভালোবাসা হেরে যায়। সত্যিকার ভালোবাসা সব কিছুর উর্ধ্বে, ভালোবাসায় প্রতিশোধ নামক শব্দটি থাকতে নেই। ভালোবাসা কোনও সময় কোনও শর্তের প্রাচীরে বেঁধে রাখা যায় না। হয়তো সাময়িক বাঁধা দেওয়া যায় তাই বলে সত্যিকার ভালোবাসাকে চৌকোণ প্রাচীর দিয়ে আবদ্ধ করে রাখা যায় না।
সম্প্রতি এমনি ভাব ও ভাবনার গল্পে নিয়ে নির্মিত হয়েছে পহেলা বৈশাখের একক নাটক এক বিন্দু ভালোবাসা। আহসান হাবিব সকালেরর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, শবনম ফারিয়া ও এস এন জনি।
এটিএন বাংলার পর্দায় শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে এই বিশেষ একক নাটকটি।