ডিএমপি নিউজঃ পহেলা বৈশাখে নারী উত্যক্তকারীদের প্রতিরোধ করতে সক্রিয়ভাবে কাজ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ একটি টিম। ইউনিফর্মে ও সাদা পোশাকে এই টিমের সদস্যরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে লক্ষ্য রাখবে যাতে কোন বখাটে নারীদের উত্যক্ত করতে না পারে।
কোন নারী উত্যক্তকারীদের শিকার হলে নিকটস্থ পুলিশ অথবা সাব-কন্ট্রোল রুমের (রমনা পার্ক- ০২-৯৬১১০০৫) ও সোহরাওয়ার্দী উদ্যান (০২ ৯৬৬২০৩৯) নম্বরে অথবা জাতীয় জরুরী কল সেন্টার ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও ছেলেদের যেকোন ভীড় বা জটলা দেখলে তা এড়িয়ে চলতে বলা হয়েছে। আপনার পাশে কোন ছেলে বা ছেলের দল থাকলে যাদের ব্যবহার বখাটে স্বভাবের মনে হলে তাদের এড়িয়ে চলুন এবং পুলিশকে অবহিত করুন।
আজ ১২ এপ্রিল’১৮ সকাল ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ একথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
কমিশনার বলেন, ‘এ টিমের সদস্যরা ইউনিফর্মে এবং সাদা পোষাকে বিভিন্ন জায়গায় দায়িত্বরত থাকবে। ইভটিজিং ঘটনার আঁচ পেলেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বখাটেদের শাস্তি দিতে থাকবে ভ্রাম্যমান আদালত। কারণ আমরা চাই সকল জনসাধারণ নির্বিঘ্নে ও নিরাপদে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করুক ‘