স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, বাঙালির প্রানের উৎসব পহেলা বৈশাখ। সার্বজনীন এই উৎসবকে ঘিরে সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার বিকেলে রমনা বটমূলে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান ঢাকা মহানগরীতে উন্মুক্তস্থানে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা সন্ধ্যার মধ্যে ত্যাগ করার জন্য নগরবাসীদের তিনি আহবান জানান।
তিনি বলেন, যেহেতু পহেলা বৈশাখে রমনা পার্ক ও তার আশপাশ এলাকায় প্রচুর লোকের সমাগম হবে সেজন্য সম্মানিত নগরবাসীর নিরপত্তার স্বার্থে সমগ্র এলাকা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও থাকবে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও গোয়েন্দা পুলিশ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তার কোন ঝুঁকি নেই। তারপরও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, মঙ্গল শোভাযাত্রায় যেহেতু বিদেশী মেহমানগণ অংশগ্রহণ করবেন সেহেতু চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে ঢাকা মহানগরসহ সারা দেশের নিরাপত্তার স্বার্থে উৎসব মূখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান। সেই সাথে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মন্ত্রী।
ব্রিফিংএ পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার), ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।