ডিএমপি নিউজঃ রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে পাঁচটি চোরাই মোটর সাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রাসেল।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি ২০২২) বেলা ০৪:৩০ টায় কাফরুলের সেনপাড়ার একটি বাসার গ্যারেজ থেকে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ আসে কাফরুলের সেনপাড়ার একটি বাসার গ্যারেজ চোরাই মোটর সাইকেল রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বিকাল ০৪:৩০টায় উক্ত বাসার গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেলেও রাসেল নামের একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় পাঁচটি মোটর সাইকেল। যার কোন বৈধ কাগজ সে দেখাতে পারেনি।
গ্রেফতারকৃত রাসেল ডিএমপির কাফরুল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামী।
অভিযানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম-সেবা এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের সার্বিক তত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়।