জয়ের ধারা থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ফিরিয়ে আনল রাজশাহী কিংস। ৩০ রানে হারিয়ে পাঁচ ম্যাচ পর কুমিল্লাকে পরাজয়ের স্বাদ দিল স্যামি-সামিরা। প্রথমে ব্যাটিং করে ড্যারেন স্যামি ঝড়ে ১৮৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাজশাহী কিংস। জবাবে মোহাম্মদ সামির দুর্দান্ত বোলিংয়ে ১৫৫ রানে শেষ কুমিল্লার ইনিংস।
১৮৬ রানের জবাবে খেলতে নেমে দুই ওপেনারকে হারায় কুমিল্লা। এরপর তামিম ইকবাল ও শোয়েব মালিকের জুটি গড়েন ৮৭ রানের। ২৬ বলে ৪৫ রান করে ডোয়াইন স্মিথের বলে আউট হন শোয়েব মালিক। পরে তামিমকে ফেরান পাকিস্তানের সামি।
রাজশাহীর হয়ে মোহাম্মদ সামি চার ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন চারটি উইকেট।