আগামীকাল ২৬ মে শুক্রবার ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে । এবারের পঞ্চম ভার্সনের নাম ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যান টেল নো টেইলস’। বাংলাদেশী দর্শকদের জন্য সুখবর হলো, একই দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। আগাম টিকিট বিক্রিও চলছে পুরোদমে।
গা ছমছমে জঙ্গল আর দুর্দান্ত অভিযানের রোমাঞ্চকর এই সিরিজের সবগুলো ছবিতে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। এবারও তার সঙ্গে থাকছেন অরলান্ডো ব্লুম। আর ভিলেনের ভূমিকায় এবার দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা হাবিয়ার বার্দেমকে। এছাড়া আরো অভিনয় করেছেন জিওফ্রে রাশ, কেভিন ম্যাকনালি, ব্রেনটন থোয়াইটস, কায়া স্কডেলোরিওর মত তারকারা। এছাড়া এবারের সিরিজের গল্পটা অসাধারণ এবং দারুণ সব ভিজ্যুয়াল ইফেক্টে ব্যবহার করা হয়েছে।
এর আগে ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এর প্রথম সিনেমা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল। এরপর ২০০৬, ২০০৭ এবং ২০১১ সালে মুক্তি পায় পরবর্তী তিনটি সিরিজ। ২০১৪ সালের অক্টোবরে ওয়াল্ট ডিজনির জনপ্রিয় সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এর পঞ্চম কিস্তির শুটিং শুরুর ঘোষণা দেওয়া হয়। ‘ডেড ম্যান টেল নো টেইলস’ শিরোনামে এই ছবির শুটিং হয় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। ছবিটি পরিচালনা করেছেন জোয়াকিম রনিং এবং এসপেন স্যান্ডবার্গ। সম্প্রতি সমালোচকদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়েজন করেছিল ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি পিকচার্স। সমালোচকরা বেশ প্রশংসা করেছেন ছবিটির।