ইংল্যান্ড ও পাকিস্তান এর মধ্যকার সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৬৩ রানের জয় পেয়েছে ইংল্যান্ড।
গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২২১ রানে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।
জবাবে ব্যাটে করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে পাকিস্তান। এই ম্যাচে জয়ের ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।