ইংল্যান্ড সফরের দলে থাকা পাকিস্তানের আরও সাত ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে।
ইংল্যান্ড সফরের দিনক্ষণ জানিয়ে দেয়ার পর বড় ধাক্কাই খেয়ে চলেছে পাকিস্তান। সফরের দলে থাকা ২৯ ক্রিকেটারের প্রথমদফা করোনা পরীক্ষায় দশ জনের পজিটিভ ফল বিস্ময়েরই। আঘাত এসেছে কোচিং স্টাফেও। কয়েকজনের ফল আসার অপেক্ষাও আছে।
কোভিড-১৯ শনাক্ত স্কোয়াডের প্রথম তিন ছিলেন- শাদাব খান, হায়দার আলি, হারিস রউফ। তাদের ইংল্যান্ডের বিমানে চড়া অনিশ্চিত হয়ে পড়ার মাঝেই আরও সাত সতীর্থের দুঃসংবাদ শুনতে হল।
নতুন শনাক্তরা হলেন- ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ইমরান খান, মোহাম্মদ হাসনাইন, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ।
কোচিং স্টাফের একজনের সংক্রমণের খবরও বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুরুর তিন শনাক্তের ব্যাপারে বোর্ডটি জানিয়েছিল, সকলে সুস্থ আছেন। তাদের শরীরে কোনো উপসর্গও নেই। ১৪ দিনের আইসোলেশনে থাকবেন সংক্রমিতরা।
আগস্টে ইংল্যান্ডের মাটিতে তিনটি করে টেস্ট ও টি–টুয়েন্টির সিরিজ খেলার সূচি পাকিস্তানের। সফরের জন্য ২৮ জুন রওনা দেয়ার কথা তাদের। সেখানে পৌঁছে প্রথমে কোয়ারেন্টাইনে থাকবে দল। তারপর নেমে পড়বে অনুশীলনে।
যাওয়ার আগে স্কোয়াডের খেলোয়াড়–কোচদের পরীক্ষা করাচ্ছে পিসিবি। দুদফা হবে টেস্ট। প্রথমদফায় ইমাদ ওয়াসিম ও উসমান শেনওয়ারির ফল নেগেটিভ এসেছে।