পাকিস্তানের সঙ্গে সংলাপের সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছে ভারত। সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম আজ (শনিবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ভারত সন্ত্রাসী হিসেবে যাদের চিহ্নিত করেছে তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য এবং দৃষ্টিগ্রাহ্য ব্যবস্থা নেয়ার পরই কেবল পাকিস্তানের সঙ্গে সংলাপ হতে পারে।
ভারতীয় সরকারি সূত্রগুলো বলেছে- এ পদক্ষেপ না নেয়া অবধি পাকিস্তানের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনার সম্ভাবনা নেই। পাক-ভারতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের বিষয়টি ইসলামাবাদের ওপর বর্তিয়েছে বলেও নয়াদিল্লির পক্ষ থেকে দাবি করা হয়। কথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তান কী ব্যবস্থা নেয় তার ওপর উত্তেজনা প্রশমন নির্ভর করছে বলে নয়াদিল্লি জানিয়েছে।
আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান মুক্তি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লির এ মনোভাবের কথা জানানো হলো।