ভোট শেষ হওয়ার ৫৬ ঘণ্টার বেশি সময় পর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) চূড়ান্ত অনানুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেছে।
চূড়ান্ত ফলাফলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১১৫টি, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ৬৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩টি আসন পেয়েছে বলে জানায় দেশটির দৈনিক ডন।
এছাড়া কয়েকটি ধর্মীয় দলের জোট মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) ১২টি এবং মুত্তাহিদা কাউমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ৬টি আসনে ছয় লাভ করেছে।
পিএমএল-কিউ এবং নতুন দল বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) ৪টি করে আসন পেয়েছে।
জিডিএ ২টি, বিএনপি ৩টি এবং এএনপি, এএমএল, পাকিস্তান তেহরিক-ই-ইনসানিয়াৎ, জেডব্লিউপি ১টি করে আসন পেয়েছে।
১২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। আর কেন্দ্রে হামলার কারণে দুইটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।