পাকিস্তানের একটি রাজনৈতিক কর্মসূচি চলার সময় হামলা চালানো হয় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালের উপর। রবিবার বিকেলে পাঞ্জাব প্রদেশের নাওয়াল শহরে আয়োজিত এক সমাবেশে তিনি গুলিবিদ্ধ হন।
পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভি। প্রতিবেদনে বলা হয়, ২০ থেকে ২২ বছরের এক হামলাকারী স্বরাষ্ট্রমন্ত্রীর ডান কাঁধে গুলি করে। হামলার পরপরই মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহসান ইকবালের এক স্বজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরী জিও নিউজ’কে জানিয়েছেন, কর্তৃপক্ষ এ হামলার তদন্তকাজ পরিচালনা করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জনসভা শেষ করে এমপিএ রানা মেনান এর বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন মন্ত্রী ইকবাল। সেই সময় হামলা চালায় এক যুবক। দু’টি গুলি করা হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে। দু’টি গুলিই মন্ত্রীর হাতে লাগে। হামলাকারীকে ধৃত করা হয়েছে তার নাম আবিদ হুসেন। ২১ বছর বয়সী ওই যুবককে অজ্ঞাত এক জায়গায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে।