তেহরিক–এ–ইনসাফ পার্টির কর্তা ইমরান খানের মিছিলে ইমরান খানকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক ব্যক্তি৷ সেই সময় একটি গাড়ির উপর ছিলেন ইমরান খান৷ যদিও ছোঁড়া জুতো সরাসরি তাঁর গায়ে লাগেনি৷
পাঞ্জাব প্রদেশেই কয়েকদিন আগেই এক সভায় পাকিস্তানের বিদেশমন্ত্রীর মুখে কালি লাগিয়ে দেন এক ব্যক্তি৷ সেইদিনই এক সেমিনারে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দিকে জুতো ছুঁড়ে মারেন এক প্রাক্তন ছাত্র৷
পাকিস্তানে প্রতিবাদের এহেন ভাষাকে আবারও উস্কে দিয়ে পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে এক মিছিলে তেহরিক–এ–ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের দিকে জুতো ছুঁড়লেন এক যুবক ৷ পাকিস্তানের সংবাদ পত্র ডনের খবর অনুযায়ী ইমরান খান সেসময় একটি গাড়িতে চড়ে জড়ো হওয়া মানুষের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন৷
যদিও জানা গিয়েছে ওই ছোঁড়া জুতো তাঁর গায়ে লাগেনি ৷ ইমরান খানের পাশে দাঁড়িয়েছিলেন অলিম খান নামে এক ব্যক্তি ৷ জুতো তাঁর গায়ে গিয়ে লাগে ৷ এই ঘটনার পরই ইমরান খান তাঁর ভাষণ বন্ধ করে দেন ৷ সেইসময় ওখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা ওই যুবককে ধরে ফেলে ও পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়৷
বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানে বিভিন্ন জায়গায় নেতা মন্ত্রীদের উপর কখনও কালি ঢেলে কখনও এইরকম জুতো ছুঁড়ে প্রতিবাদ করা হচ্ছে ৷ কয়েকদিন আগেই এক প্রাক্তন ছাত্র নওয়াজ শরিফের দিকে লক্ষ্য করে জুতো ছোঁড়ে৷ এরপর সেই ছাত্র সভামঞ্চে উঠে নওয়াজ শরিফের বিরুদ্ধে স্লোগানও দেয়৷ তখন ওই ছাত্র নওয়াজ শরিফকে ইসলাম বিরোধীও বলে৷ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে জুতো ছোঁড়ার ঘটনার পর বলা হয় ওই ঘটনার পিছনে জমাত উদ দাওয়ার হাত ছিল ৷ ওই ঘটনায় অভিযুক্ত ওই ছাত্র ও তার সঙ্গীকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে নেয়৷
পুলিশ তরফ থেকে ওই ছাত্রের নাম আব্দুল গফর বলে জানান হয়৷ তার সঙ্গীর নাম সাজিদ বলে জানা গিয়েছে ৷ উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কয়েকদিন আগেই এক দলীয় কর্মীদের সম্মেলনে বক্তব্য রাখছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা আসিফ৷ হঠাৎই এক ধর্মীয় চরমপন্থী ব্যক্তি এসে তাঁর মুখে কালি লেপে দেয় ৷ অভিযুক্ত ব্যক্তির দাবি ইসলামের সর্বশেষ নবী মুহম্মদ এটিই সত্য৷ কিন্তু আসিফের দল সংবিধানের মাধ্যমে মনুষের সেই বিশ্বাসকে পরিবর্তন করার চেষ্টা করেছে৷ এর ফলে তাঁর বিশ্বাসে আঘাত পৌঁছেছে৷ পার্টির কর্মীরা এই ঘটনার পর অভিযুক্ত ওই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন ও তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷