ক্ষমতার ফেরার আশা একেবারেই শেষ হয়ে গেল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। পানামা পেপার দুর্নীতি মামলায় শরিফকে দোষী সাব্যস্ত করে সাংবিধানিক পদে আজীবন নির্বাসনের রায় শোনালো পাক সুপ্রিম কোর্ট।
পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সে দেশের সংবিধানের ৬২(১)(এফ) ধারায় সাংবিধানিক পদে ‘অযোগ্য’ প্রমাণিত হন শরিফ। শুক্রবার পাক শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় শোনায়।
উল্লেখ্য, ২০১৭-র জুলাইয়ে পানামা দুর্নীতি মামলায় এর আগেই পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-র প্রধানকে দোষী সাব্যস্ত করে সে দেশের শীর্ষ আদালত। এর পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।