পাকিস্তানের লাহোরে ফ্রিজ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) কম্প্রেসার বিস্ফোরণের পর বাড়িতে আগুন লাগলে এ ঘটনা ঘটে।
বুধবার ভোরে পাঞ্জাবের লাহোরের ভাটি গেট এলাকার এক বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই পরিবারের একজন বাদে বাকি সবার মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন একজন পুরুষ, তার স্ত্রী এবং তাদের ছয় সন্তানসহ আরও দুই নারী। সন্তানদের মধ্যে ৭ মাস বয়সী একটি শিশুও ছিল। পরিবারের শুধুমাত্র একজন সদস্য ভবন থেকে লাফিয়ে কোনোভাবে প্রাণে বাঁচে বলে জানা যায়।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং স্থানীয় প্রশাসনকে তিনি বিস্ফোরণের কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন।